শেয়ারে লগ্নির নামে কাঁথিতে ১৬ লক্ষ টাকা প্রতারণা, পান্ডা গ্রেপ্তার রাজস্থানে
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথির এক বেসরকারি সংস্থার কর্মীর ১৫লক্ষ ৭০হাজার টাকা সাইবার প্রতারণার অভিযোগে রাজস্থান থেকে মূল মাথাকে পাকড়াও করল তমলুক সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতের নাম জগদীশ সিং। তার বাড়ি রাজস্থানের বিকানিরে। বুধবার সন্ধ্যায় ধৃতকে তমলুকে আনা হয়। শেয়ার মার্কেটে বিনিয়োগে করে অল্প সময়ের মধ্যে মোটা টাকা আয়ের টোপ দিয়ে অভিযুক্ত একাধিক রাজ্যে প্রতারণার ফাঁদ পেতেছিল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেবি রেজিস্টার্ড সংস্থা বলে বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণার জাল পেতে রাখা হয়। তাতেই সাড়া দিয়ে ১৫লক্ষ ৭০হাজার টাকা খোয়ান কাঁথি থানার কচুয়া গ্রামের মুকুল পাণ্ডা। ২০২৪সালে ২৩ফেব্রুয়ারি তমলুক সাইবার ক্রাইম থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। এক বছর আগের সেই অভিযোগের ভিত্তিতে কিংপিনকে গ্রেপ্তার করল পুলিস।শেয়ার বাজারে লগ্নি করে মোটা টাকা আয়ের প্রলোভনের ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনা এখন হামেশাই ঘটছে। পুলিসের দাবি, এই চক্রের একজন কিংপিন হল রাজস্থানের জগদীশ। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে এই জাল পাতা হয়। তাতে সাড়া দিয়ে যোগাযোগ করলেই বিপদ। এভাবেই ফেসবুকে একটি রিলস দেখে সাড়া দিয়েছিলেন মুকুল। ট্রেনিং দিয়ে পারদর্শী করানোর পর ভাগ্য বদলে যাবে বলে তাঁকে জানানো হয়েছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার পরই গতবছর ১২জানুয়ারি থেকে মাত্র ১৩দিনে ১৫লক্ষ ৭০হাজার টাকা বিনিয়োগ করে দেন। এত টাকা খোয়ানোর পর কাঁথির ওই বেসরকারি কর্মী বুঝতে পারেন, তিনি প্রতারণার জালে ফেঁসে গিয়েছেন। তাই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন।তমলুক সাইবার ক্রাইম থানার পুলিস ওই ঘটনার তদন্তে নেমে আগেই রাজস্থান থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে এই চক্রের জগদীশের কথা জানতে পারে পুলিস। ধৃত জগদীশ এই চক্রের কিংপিন বলে তদন্তকারী অফিসারদের দাবি। ধৃতকে জেরা করে এসংক্রান্ত আরও তথ্য পেতে চাইছে পুলিস। বুধবার কাঁথির ওই যুবক বলেন, ফেসবুকে একটা রিলস দেখে আগ্রহ দেখিয়েছিলাম। তারপর যা হল তা বাড়ির লোকজনের সঙ্গেও শেয়ার করতে পারিনি। বাড়িতে বাবা অসুস্থ। এতগুলো টাকা খোয়া যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।