নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মৃত্যুঞ্জয় প্রসাদ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের বিরুদ্ধে ১৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কতজনের সঙ্গে তিনি এভাবে প্রতারণা করেছেন, জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
কাশীপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় দু’জনের। তারপর থেকে তাঁদের মধ্যে মোবাইলে কথাবার্তা চলত। এক সময় অভিযুক্ত ওই দু’জনকে জানান, কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে লোক নেওয়া চলছে। তাঁর পরিচিত একজন নিয়োগের দায়িত্বে রয়েছেন। তাঁর মাধ্যমে ওই ফ্যাক্টরিতে অনেকে চাকরি পেয়েছে। এই কথায় আশ্বস্ত হয়ে ওই দু’জন চাকরি করে দেওয়ার কথা বলে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু’জনের কাছ থেকে মোট ১৬ লক্ষ টাকা নেন তিনি। শুধু তাই নয়, দুই অভিযোগকারীকে জাল নিয়োগপত্রও দেওয়া হয়। তা নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে দু’জন টের পান, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ জমা পড়ে কাশীপুর থানায়। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।