নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘাযতীনের বিভিন্ন এলাকায় দু’দিন ধরে পানীয় জল নিয়ে দুর্ভোগ চলছিল। পয়লা বৈশাখ অর্থাৎ মঙ্গলবার থেকে বেশ কিছু জায়গায় পুরসভার সরবরাহ করা পানীয় জল মিলছিল না। বুধবার বিকেলের পর থেকে ওই সব অঞ্চলে জল সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়। কলকাতা পুরসভা সূত্রে খবর, বাঘাযতীনে ফুলবাগান জলাধারের ভিতরে থাকা অপারেটিং ভালভে কিছু সমস্যা হয়েছিল। তার ফলেই এই বিপত্তি। তীব্র গরমের মধ্যে পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় দুর্ভোগ বেড়েছিল বাসিন্দাদের। বুধবার বিকেলের পর পানীয় জলের সরবরাহ শুরু হলেও পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ রয়েছে।
কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, বাঘাযতীনের ফুলবাগানে বুস্টার পাম্পিং স্টেশন ও জলাধার রয়েছে। মূলত ১০২ নম্বর ওয়ার্ড এবং ১০১ নম্বর ওয়ার্ডের একাংশের জন্য এখান থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ হয়। মঙ্গলবার আচমকাই পাম্পিং স্টেশনের ভালভ বন্ধ হয়ে যায়। শুরু হয় তীব্র ভোগান্তি। স্থানীয় বাসিন্দা অমলকান্তি তালুকদার বুধবার বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে জল ঠিকঠাকই আসছিল। দুপুরে হঠাৎ জল বন্ধ হয়ে যায়। পয়লা বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে নানা আয়োজন থাকে। তারমধ্যে জল বন্ধ থাকায় চরম দুর্ভোগ সহ্য করতে হয়েছে। এদিন বিকেল থেকে জল এসেছে।’
পুরসভার জল সরবরাহ বিভাগের এক কর্তা বলেন, ‘বুস্টার পাম্পিং স্টেশন থেকে পাইপলাইনের মাধ্যমে যখন জল বাড়ি বাড়ি পাঠানোর ক্ষেত্রে অপারেটিং ভালভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভালভের সাহায্যে জলের চাপ ও গতি কমানো-বাড়ানো যায়। মোদ্দা কথা, জলের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় এর মাধ্যমে। সেটি কোনও কারণে খারাপ হয়ে গিয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি মেরামত করা হয়েছে।’ ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, ‘আমার ওয়ার্ডের এ পি সি পার্ক, নর্থ ফুলবাগান এলাকায় কিছু সমস্যা হয়েছিল। পুরসভা দ্রুত ভালভ মেরামত করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করেছে।’ ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সীমা ঘোষ (জয়া) বলেন, ‘পাম্পিং স্টেশনে কিছু সমস্যা হওয়ায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এখন সব স্বাভাবিক।’