• মরচে ধরে ক্ষয়ে যাচ্ছে জেটিঘাটের লোহার পাত, সারাইয়ের উদ্যোগ নেই
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৈরি হওয়ার কয়েক বছরের মধ্যেই গোসাবার দু’টি গুরুত্বপূর্ণ জেটি ঘাটের লোহার কাঠামোয় মরচে পড়ে গিয়েছে। দয়াপুর এবং পাখিরালয় থেকে নদী পারাপার করার সেই জেটির গ্যাংওয়ের উপর যে লোহার পাত বসানো রয়েছে, তা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে। কিছু জায়গায় আবার ফাটল দেখা দিয়েছে। তবুও বিপদের ঝুঁকি নিয়েই রোজ শয়ে শয়ে পর্যটক এবং সাধারণ মানুষ সেখান দিয়ে যাতায়াত করছেন। প্রশাসনকে এই নিয়ে বারেবারে বলা হয়েছে। কিন্তু জেটি দু’টি সংস্কার করার কোনও উদ্যোগ এখনও দেখা যায়নি।

    সুন্দরবন বেড়াতে আসা পর্যটকদের একটা বড় অংশ পাখিরালয় জেটিঘাটে ওঠানামা করেন। দীর্ঘ কয়েক বছর ধরে সেটি বেশ বেহাল হয়ে রয়েছে। এই নিয়ে শুধু এলাকাবাসীরা নন, ট্যুর অপারেটর, বোট মালিক এবং পর্যটকরাও অসন্তুষ্ট। লোহার পাত যেভাবে মরচে ধরে ভাঙছে, তাতে কখনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তবে পাখিরালয়ের থেকে দয়াপুর জেটিঘাটের অবস্থা আরও শোচনীয়। সেখানে পদে পদে বিপদ ওত পেতে রয়েছে। তবুও হেলদোল নেই প্রশাসনের। শুধু তাই নয়, এখানে যে পল্টন জেটি রয়েছে, তাতেও ছিদ্র তৈরি হয়েছে। ফলে জোয়ারের সময় জল উপচে আসে উপরে। তখন পাম্পের সাহায্যে তা ফেলতে হয় নদীতে। এলাকাবাসীদের প্রশ্ন, তাহলে কি নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ হয়েছিল? এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, বহুবার জেটি দুটি সংস্কারের জন্য পরিবহণ দপ্তর, জেলাশাসক, এমনকী মুখ্যমন্ত্রীর অফিসেও জানানো হয়েছে। এখনও কোনও সদুত্তর আসেনি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)