• হালিশহরে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিস্রুত পানীয় জল, ইনটেক পয়েন্টের কাজ শুরু
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আর কিছুদিনের মধ্যেই হালিশহরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিস্রুত পানীয় জল। শহরের চৈতন্য ডোবা এলাকায় জলপ্রকল্পের কাজ শুরু করেছে কেএমডিএ। এই প্রকল্পে আনুমানিক ব্যয় হবে ১৭৭ কোটি টাকা। ইতিমধ্যেই গঙ্গায় ইনটেক পয়েন্ট থেকে জল তোলার কাজের সূচনা হয়েছে। আশা করা যায়, কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

    সাধক কবি রামপ্রসাদ সেনের এই শহরে বর্তমানে দেড় লক্ষের বেশি মানুষ বাস করেন। এতদিন এই অঞ্চলের বাসিন্দাদের ভূগর্ভস্থ জল সরবরাহ করত হালিশহর পুরসভা। শহরে সব মিলিয়ে রয়েছে ১৬টি ওভারহেড ট্যাঙ্ক। ২০২১ সালে সুবোধ অধিকারী বিধায়ক হওয়ার পর পরিস্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। আম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ জোরকদমে এগচ্ছে। গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করার জন্য যে জলাধার তৈরি হচ্ছে, তার ধারণ ক্ষমতা ৭ মিলিয়ন গ্যালন। 

    এ ব্যাপারে হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, শহরবাসীর স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। আগে সাতটি জলের ট্যাঙ্ক ছিল। আমরা আরও ন’টি তৈরি করেছি। পরিস্রুত পানীয় জল সকলের বাড়িতে দেওয়া শুরু হলে ডিপ টিউবওয়েলগুলি বন্ধ করে দেওয়া হবে। তবে জরুরি ব্যবস্থা হিসেবে কিছু রাখা হবে। বিধায়ক সুবোধ অধিকারী বলেন, এই জলপ্রকল্প আমাদের গর্বের। ১৭৭ কোটি টাকা খরচ করে কেএমডিএ এটি তৈরি করছে। পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছে। এখন গঙ্গা থেকে ইনটেক পয়েন্টে জল তোলার কাজের সূচনা হল। চৈতন্য ডোবা এলাকায় ওই ইনটেক পয়েন্ট করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হলে হালিশহরবাসী পরিস্রুত পানীয় জল পাবেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)