ফুটপাত দখলমুক্ত করতে বৈশাখেই অভিযানে নামছে মধ্যমগ্রাম পুরসভা
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য মধ্যমগ্রামের সোদপুর ও বাদু রোডে তৈরি হয়েছে ফুটপাত। কিন্তু, তা দখল করে চলছে রমরমা ব্যবসা। ফলে, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য হচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিস ও পুরসভা যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই দুই রাস্তা জবরদখল মুক্ত করলেও কয়েকদিন পর থেকে যে কে সেই অবস্থা! ফের ফুটপাত চলে গিয়েছে দখলদারদের হাতে। এই পরিস্থিতিতে মধ্যমগ্রাম পুরসভা বাদু ও সোদপুর রোড ফের দখলমুক্ত করতে তত্পর হয়েছে। এই নিয়ে পুলিসের সঙ্গে বৈঠক করেছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। ঠিক হয়েছে, বৈশাখ পড়লেই অভিযানে নামবে পুলিস ও পুরসভা। অন্যদিকে, বারাসত পুরসভা এলাকাতেও ফুটপাত দখলের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে প্রায় ২০ কোটি টাকা খরচ করে মধ্যমগ্রাম-সোদপুর রোড সম্প্রসারণ এবং স্বশক্তিকরণের কাজ হয়েছে। ব্যস্ত রাস্তায় পথচারীদের যাতায়াতের জন্য দু’পাশে তৈরি হয়েছে ফুটপাত। একইভাবে বাদু রোডও দখল করে চলছে রমরমা ব্যবসা। কোথাও আবার ফুটপাতে বসে গিয়েছে বাজার, কোথাও টিনের গুমটি বানিয়ে খাবারের দোকান। রয়েছে অস্থায়ী অটো, টোটো স্ট্যান্ড। ফলে, সাধারণ মানুষ ফুটপাত ছেড়ে হাঁটতে বাধ্য হচ্ছেন পিচ রাস্তা দিয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মধ্যমগ্রাম পুরসভা একবার সরকারি জায়গা দখলমুক্ত করেছিল। কিন্তু তারপর সেই ফুটপাত আবার দখল হয়ে গিয়েছে। একই অবস্থা বারাসত পুরসভার ক্ষেত্রেও। বারাসত আদালত লাগোয়া এলাকা, কেএনসি রোড, হেলাবটতলা, চাঁপাডালি সহ বিভিন্ন এলাকায় রাস্তা বেদখল হয়ে গিয়েছে। তাছাড়া রাস্তার উপর যত্রতত্র হচ্ছে পার্কিং। ফলে, ভোগান্তি বাড়ছে দিনের পর দিন। তাই ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে হাঁটতে হচ্ছে পথচারীদের। এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, চৈত্র সেল শেষ হয়ে গেলে পর বাদু ও সোদপুর রোড দখলমুক্ত করার কাজ শুরু হবে। এনিয়ে পুলিসের সঙ্গে আমাদের বৈঠক হয়ে গিয়েছে। দখলমুক্ত করার আগে পুলিসের পক্ষ থেকে মাইকিং করা হবে।
বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, আমরা ১৭ এপ্রিল এ নিয়ে বৈঠক করব। পুলিসের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।-নিজস্ব চিত্র