তৃণমূল নেতাদের বাধা, বারাসতে থমকে গেল ঢালাই রাস্তার কাজ
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি নিয়ম মেনে টেন্ডার করে রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের ‘বাধা’য় বন্ধ হয়ে গেল সেই কাজ। এখন গ্রামের মধ্যে পড়ে রয়েছে ইমারতি সামগ্রী। হঠাৎ এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনাটি বারাসত দু’নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌমহা গ্রামের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। তাঁর দাবি, কিছু টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই সমস্যা তৈরি করতে চাইছেন কেউ কেউ।
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে চৌমহা পূর্বপাড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় একটি ঢালাই রাস্তা তৈরির অনুমোদন হয়। বরাত পাওয়া ঠিকাদার সেই কাজ শুরুও করেছিলেন। কিন্তু তারপরে তৃণমূলের একাংশ এই কাজে বাধা দেন বলে ঠিকাদারের অভিযোগ। আতঙ্কে কাজ বন্ধ করে চলে গিয়েছেন ঠিকাদারের কর্মীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আজান ও রহমত রহিম আলি বলেন, আমাদের এলাকায় এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজন ছিল। সেই মতো পঞ্চায়েত সদস্য রাজিবুল ইসলাম এই কাজ করার জন্য পঞ্চায়েতে জানিয়েছিলেন। কাজও শুরু হয়েছিল। কিন্তু এখন তৃণমূলের বেশ কয়েকজন নেতা এসে সেই কাজ বন্ধ করে দিয়েছেন। এখন রাস্তার উপরই পড়ে রয়েছে বিভিন্ন জিনিসপত্র। আমরা চাই দ্রুত কাজ শুরু হোক।
এনিয়ে পঞ্চায়েত সদস্য রাজিবুল ইসলাম বলেন, আমাদের দলেরই কেউ কেউ এই কাজে বাধা দিয়েছেন। বিষয়টি নিয়ে অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানিয়েছি। আর পঞ্চায়েত প্রধান কৃষ্ণা পাত্র বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। আমি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু করব। কাজ এভাবে আটকে রাখা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। -নিজস্ব চিত্র