• হেরোইনের কারবারি মহিলাকে গ্রেপ্তারের দাবি
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: এলাকায় হেরোইনের কারবার বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। পথ অবরোধও করেন তারা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মিলনপল্লি পার্কিং এলাকায়। পুলিস অবরোধ তুলতে গেলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। হেরোইন কারবারি এক মহিলাকে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাসিন্দারা। পরে বনগাঁর এসডিপিও অর্ক পাঁজার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকারই এক বাসিন্দা ঝুমা প্রসাদ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে হেরোইনের ব্যবসা করেন। সেখানে নানা অসামাজিক কাজেও যুক্ত হনে ক্রেতারা। বাসিন্দাদের দাবি, গত কয়েক মাসে সেখানে হেরোইনের নেশা করে ফেরার পথে এলাকায় পথ দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও দু’জনের মৃত্যু হয়।

    এরপর বুধবার এক যুবক ঝুমা প্রসাদের কাছে হেরোইন কিনতে এলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। ওই যুবককে আটকে রেখে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এলে উত্তেজনা দেখা দেয়। পুলিসের সামনে বাসিন্দারা দাবি জানাতে থাকেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। ঝুমার বাড়িও ঘিরে রাখেন বাসিন্দারা। তখন ঘরে তালা দিয়ে পাশে সাফাইকর্মীদের আবাসনের ছাদে ঝুমা লুকিয়ে পড়েন। পুলিস সেখান থেকেই ঝুমাকে আটক করে। তবে পুলিসের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সুমনা ঘোষ বলেন, অভিযুক্ত এলাকায় নানা অসামাজিক কাজে যুক্ত। প্রতিবাদ করলে হুমকি দিতেন।

    জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ঝুমার ছেলের মৃত্যু হয় দুর্ঘটনায়। তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি বাসিন্দাদের। তাঁর স্বামী বর্তমানে চিকিৎসাধীন। ঝুমা ও তার মেয়ে এই কারবারে যুক্ত। এদিন বাসিন্দারা পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্থানীয় বাসিন্দা দেবিকা পাল বলেন, আমরা পুলিসকে বললে পুলিস বলতো, হাতেনাতে ধরে তাদের জানাতে। আজ আমরা হাতেনাতে হেরোইন বিক্রি করার সময় ধরেছি। আমরা চাই অভিযুক্ত শাস্তি পাক। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)