মুর্শিদাবাদের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের
দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন পূর্বেই প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা করেছে। এবার স্বতঃস্ফূর্ত হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। ঘটনাস্থল পরিদর্শনে বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছচ্ছে মহিলা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন প্রতিনিধিরা। কমিশনের তরফে চার সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে।
ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অশান্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চায় জাতীয় মহিলা কমিশন। প্রতিনিধিরা আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও জাতীয় মহিলা কমিশন কথা বলবে বলে জানা গিয়েছে।
প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য আগামী ১৮ এপ্রিল মালদহ জেলায় যাবে প্রতিনিধিদলটি। তাঁর নেতৃত্বে ওই প্রতিনিধিদল শুক্রবার এই হিংসার ঘটনায় যে মহিলারা অত্যাচারিত হয়ে বাড়ি ছেড়ে মালদহের পারলালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে প্রতিনিধিদল কথা বলবে। এ ব্যাপারে মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও তাঁরা কথা বলবেন। পরের দিন অর্থাৎ ১৯ এপ্রিল প্রতিনিধিদলটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে ঘটনাস্থল পরিদর্শনে যাবে।
জানা গিয়েছে, অস্থায়ী আশ্রয় শিবিরে থাকা এবং অশান্তির সাক্ষী হওয়া এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে প্রতিনিধিদলটি বিশদে কথা বলতে চায়। সেজন্য যাতে ভাষাগত সমস্যা না হয়, সেজন্য জাতীয় মহিলা কমিশনের এই তদন্ত কমিটিতে দুই জন বাঙালি সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই দুই জনের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অর্চনা মজুমদার এবং ত্রিপুরার শিবানী দে।
প্রসঙ্গত ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলনের ঘটনায় মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে তিনজনের মৃত্যু, বহু ঘর বাড়ি এবং সরকারি অফিসে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার জেরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে ওড়িশার ‘প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম’ নামে একটি মানবাধিকার সংগঠন। সেই অভিযোগ খতিয়ে দেখতেই রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি দল। সেজন্য মুর্শিদাবাদে তদন্তকারী প্রতিনিধিদল পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন। এই দলটি চলতি সপ্তাহে মুর্শিদাবাদে পৌঁছতে পারে। এরই মাঝে জাতীয় মহিলা কমিশনও মুর্শিদাবাদে তদন্তকারী প্রতিনিধিদল পাঠানোর প্রক্রিয়া শুরু করতেই প্রশাসনিক স্তরে বিষয়টির গুরুত্ব আরও বাড়ল।