• মুর্শিদাবাদের ১২ জন আক্রান্তকে নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের ১২ জন আক্রান্তকে সঙ্গে নিয়ে বুধবার ভবানী ভবনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁদের দাবি, ডিজি রাজীব কুমারের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করতে চান। কিন্তু প্রথমে অনুমতি না মেলায় তাঁরা ধর্নায় বসে যান। প্রায় দুই ঘন্টার ধর্না শেষে ভবানী ভবনে ঢোকার অনুমতি পেলেন তাঁরা। মুর্শিদাবাদের ঘটনায় আক্রান্ত হয়েছেন এমন ১২ জনকে নিয়ে তিনি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। ঘরছাড়াদের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

    সুকান্ত ঘরছাড়াদের নিয়ে যেতেই প্রথমে ভবানী ভবনের তরফে জানানো হয়েছিল, ডিজি নেই। তিনি বৈঠকে ব্যস্ত আছেন। কিন্তু বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ সময় লাগুক, তাঁরা আজ ডিজির সঙ্গে সাক্ষাৎ না করে এই জায়গা থেকে নড়বেন না। অবশেষে প্রায় আড়াই ঘণ্টার ধর্নার শেষে মুর্শিদাবাদের আক্রান্তদের নিয়ে ভবানী ভবনের ভিতরে গেলেন সুকান্ত মজুমদাররা।

    জানা গিয়েছে, বুধবার মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে সঙ্গে নিয়ে ভবানী ভবন যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির আরও বেশ কয়েকজন নেতা। তাঁদের অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনার পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের ডিজিপি। কিন্তু ঘরছাড়া হোক কিংবা আক্রান্তদের পরিবার, কারও সঙ্গেই তিনি দেখা করেননি। তাই ডিজিকে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে কথা বলা এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার আর্জি জানানো হয় সুকান্তদের পক্ষ থেকে।

    এদিকে সুকান্ত মজুমদার ভবানী ভবনের সামনে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা নিরাপদ নন। মুর্শিদাবাদে তাঁদের শারীরিকভাবে হেনস্থার চেষ্টার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এমনকি হিন্দু মহিলাদের সংখ্যালঘুদের তরফে নোংরা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সুকান্তর দাবি, রাজ্য সরকার পুরো বিষয়টি সম্পর্কে অবগত হলেও পুলিশও নিষ্ক্রিয়, কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়গুলি তাঁরা ডিজিকে জানাবেন বলে জানিয়েছিলেন।

    উল্লেখ্য, এদিন সুকান্তদের প্রথমে বলা হয়েছিল, ৪ জনের বেশি প্রতিনিধি ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখানে আসা প্রত্যেক আক্রান্তকে ঢুকতে না দিলে তাঁরা কেউ ভিতরে যাবেন না, ধর্না চালিয়ে যাবেন। অবশেষে সকলকে ভিতরে যাওয়ার অনুমতি দিলে ধর্না উঠে যায় এবং ভবানী ভবনের ভিতরে প্রবেশ করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)