নন্দীগ্রামের রাস্তায় বুধবার রাতে টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। সেই সময় দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে ঘটল বিপত্তি। জানা গিয়েছে, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পুলিশের গাড়ির চালকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দু’জন পুলিশ গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ঘাতক গাড়িটির খোঁজ করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
একই পরিবারে তিনজনের দেহ উদ্ধার। গোঘাটের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের শালঝাড় গ্রামের ঘটনা। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের নিমুচে ৮৬ তম কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি বলেন, ‘যখনই দেশের কোনও অংশে অশান্তি দেখা দেয় আমি জানি যে, সিআরপিএফ কর্মীরা সেখানে আছেন। সেটা জেনে আমি অনেকটা স্বস্তি পাই। আমার বিশ্বাস সিআরপিএফ কর্মীদের জয় নিশ্চিত। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হোক বা শান্তি বজায় রাখার জন্য উত্তর-পূর্বে উপস্থিত থাকা। কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মাত্র চারটি জেলায় নকশালদের সীমাবদ্ধ করা সব ক্ষেত্রেই সিএসপিএফ কর্মীদের একটা বড় অবদান রয়েছে।’
কোচিং টিম থেকে অভিষেক নায়ার এবং টি দিলীপকে বাদ দিল বিসিসিআই (BCCI)।
বৃহস্পতিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী উপলক্ষে এক্সে মোদী লিখেছেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরজির জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি তাঁর রাজনীতিতে সর্বদা জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখেছিলেন। সামাজিক সম্প্রীতি এবং জাতি গঠনের প্রতি তাঁর প্রচেষ্টা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’
সপ্তাহের মধ্যে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দাম। প্রতি ১০ গ্রাম সোনার দাম একদিনে বাড়ল প্রায় ১৮০০ টাকা। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে দু’হাজার টাকার বেশি। এর জেরে কলকাতা-সহ দেশের বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম কর বাদ দিয়েই ৯৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।
শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। নিয়োগ বাতিল মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ, বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। প্রশ্ন উঠছে, যদি বোর্ডের আর্জি খারিজ হয় তাহলে কি ঝাঁপ বন্ধ উচ্চ মাধ্যমিকে?
মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতিতে NIA তদন্ত চেয়ে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই দাবিতে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ। আজ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলাগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার ফের ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়। ডায়মন্ড হারবার লাইনে ট্রেন অবরোধ। লোকাল ট্রেনের অসংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে সকাল থেকেই উত্তর রাধানগর স্টেশনে স্থানীয় যাত্রীরা রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে শিয়ালদার দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ। দিনের শুরুতেই এই ঘটনায় ব্যাপক ভোগান্তি নিত্যযাত্রীদের। বুধবারও এই শাখাতেই ট্রেন অবরোধ করা হয়েছিল।