বৃহস্পতিবার সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। সাতসকালে অবরোধের জেরে ব্যাপক সমস্যায় পড়েন বহু যাত্রী। এই সময়ে অফিস, স্কুল, কলেজে যাওয়ার জন্য প্রবল ভিড় থাকে ওই শাখার ট্রেনে। কিন্তু অবরোধের জেরে ভোগান্তিতে তাঁরাও।
কেন অবরোধ?
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি এই লাইনের লোকাল ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু ট্রেনের মোট কামরার সংখ্যা বাড়েনি। তার ফলে সাধারণ কামরায় প্রবল ভিড় হচ্ছে। ট্রেনে উঠতেই পারছেন না বহু যাত্রী। তার প্রতিবাদে ও সাধারণ কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ ও অবরোধ শুরু হয়।
এক অবরোধকারীর অভিযোগ, ‘ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে দাঁড়াতে পারছেন না সাধারণ মানুষ। ভোর থেকেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলে।’
অন্য এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা মহিলা যাত্রীদের জন্য আলাদা কম্পার্টমেন্টের বিরুদ্ধে নই। কিন্তু তা জেনারেল কামরা কমিয়ে করা হলে বহু যাত্রী সমস্যায় পড়বেন। প্রতিদিন অফিসে যেতে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।’
উল্লেখ্য, একই দাবিতে বুধবার দক্ষিণ বারাসত, মথুরাপুর-সহ একাধিক স্টেশনে রেল অবরোধ হয়েছিল। কিন্তু সেই অবরোধের পরেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের, দাবি বিক্ষোভকারীদের। তাঁদের কথায়, ‘রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।’ স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে যাত্রীরা জানিয়েছেন, যতদিন না যাত্রীদের দাবিদাওয়ায় সাড়া দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
এ দিকে সাতসকালে এই অবরোধের জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাপক ভাবে বিঘ্নিত। এ দিন ৯টা ৫০ মিনিট নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।