এই সময়: প্রাথমিকে নিযুক্ত ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলো কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চে মামলাকারীদের একাংশ এই আবেদন জানান। তাঁদের আইনজীবীর বক্তব্য, মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীরা। তাই দ্রুত শুনানির আবেদন।
এ প্রসঙ্গে বিচারপতি চক্রবর্তী জানান, মামলার বাকি সব পক্ষকে নোটিস দিতে হবে। সব পক্ষকেই এজলাসে হাজির হয়ে শুনানির দিন ঠিক করার আবেদন জানাতে হবে। এক পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত দিন ঠিক করলে সে দিন শুনানি না–ও হতে পারে। কোর্টের পরামর্শে আজ, বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ওই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানাতে পারবেন মামলাকারীরা।
মামলাটি এত দিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল। সিঙ্গল বেঞ্চ এই ৩২ হাজার নিয়োগকেই ‘বেআইনি’ হিসেবে চিহ্নিত করে বাতিল করেছিল। তার পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। পরে বিচারপতি সেন স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। দিন কয়েক আগে এই মামলা থেকে সড়ে দাঁড়ান বিচারপতি সেন। তার পরে মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে যায়।