• কোচবিহারের শীতলখুচিতে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশির
    আনন্দবাজার | ১৭ এপ্রিল ২০২৫
  • কোচবিহারের শীতলখুচিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির। বুধবার ঘটনাটি ঘটেছে শীতলখুচির গোলেনাহাটি গাছতলা এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালে সীমান্তে কাঁটাতারের পাশ দিয়ে কিছু সামগ্রী নিয়ে পালাচ্ছিলেন এক বাংলাদেশি। সেগুলি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। সীমান্তে কর্তব্যরত বিএসএফের জওয়ানেরা প্রথমে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জওয়ানদের সতর্কবার্তাকে উপেক্ষা করে ওই বাংলাদেশি পালাতে থাকেন। তখন বিএসএফের ছোড়া রবার বুলেটে আহত হন ওই ব্যক্তি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

    স্থানীয় সূত্রে খবর, ওই বাংলাদেশিকে আহত অবস্থায় প্রথমে শীতলখুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে সেখান থেকে নিয়ে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সূত্রের খবর, কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    এর আগে চলতি মাসের শুরুর দিকেই বিএসএফের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ সীমান্তে। বিএসএফের দাবি, ২০ বছর বয়সি ওই নিহত যুবক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। বিএসএফ বাধা দিলে জওয়ানদের উপর হামলা চালান পাচারকারীরা। সেই সময় বিএসএফ জওয়ান আত্মরক্ষার জন্য গুলি চালালে এক জন পাচারকারীর মৃত্যু হয়। তবে বুধবারের এই ঘটনায় এখনও পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি, গোলেনহাটি থেকে কিছু দূরে পশ্চিম শীতলখুচি এলাকায় এক ভারতীয় কৃষককে খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকেরা। সীমান্তবর্তী এলাকায় চাষের জমি থেকে কয়েক জন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে থাকতে পারেন বলে সন্দেহ পরিবারের। যদিও থানায় এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।
  • Link to this news (আনন্দবাজার)