• ভুয়ো পাসপোর্ট মামলা: সাতসকালে ধৃত আজ়াদের সহযোগীর চাকদহের বাড়িতে হানা ইডির, চলছে তল্লাশি
    আনন্দবাজার | ১৭ এপ্রিল ২০২৫
  • ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে এ বার নদিয়ায় আজ়াদের সহযোগীর বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সাতসকালে চাকদহে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের খবর, ধৃত আজ়াদকে জেরায় ওই ব্যক্তির নাম উঠে এসেছে। অভিযোগ, ওই ব্যক্তিকে দিয়েই ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন আজ়াদ। মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিরাটি থেকে আজ়াদ মল্লিক নামে এক জনকে গ্রেফতার করেছিল ইডি।

    ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, বাংলাদেশি নাগরিক আজ়াদ কাঁচরাপাড়ার একটি ক‍্যাফে থেকে ১২-১৩ হাজার টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করতেন। কখনও কখনও ৩০ থেকে ৪০ হাজার টাকাও দাবি করা হত। পাসপোর্টের পাশাপাশি অন্যান্য নথি ও পরিচয়পত্র বানানোর কাজও করতেন তিনি। তাঁর মোবাইলেও এ সংক্রান্ত তথ‍্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। আজ়াদের দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট বানানোর এই চক্রের ‘মিডলম‍্যান’ হিসাবে কাজ করতেন আজ়াদ। বাংলাদেশেও এই চক্রের ‘এজেন্ট’ আছে বলে ইডির অনুমান। তাদের সঙ্গে যোগাযোগ ছিল আজ়াদের। এ বার সেই আজ়াদকে জেরাতেই উঠে এসেছে চাকদহের এই ব্যক্তির নাম।

    গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক ভাবে পাসপোর্ট তৈরির একটি চক্রের কথা জানতে পারে কলকাতা পুলিশ। গ্রেফতার হন ১০ জন। এর পরেই জানা যায়, রাজ্য জুড়ে এই চক্রের উপস্থিতি রয়েছে। গত মাসে ওই মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ। তাতেই বলা হয়, ওই চক্রের সঙ্গে জড়িত মোট অভিযুক্তের সংখ্যা ১৩০ জন। এর মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক। এঁদের কয়েক জনের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ও জারি করেছিল কলকাতা পুলিশ। পরে ওই মামলায় তদন্ত শুরু করে ইডি।
  • Link to this news (আনন্দবাজার)