নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের একবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে, এর ফলে কি আদৌ কমবে বৈশাখের দাবদাহ? আপাতত অবশ্য নিশ্চিত করে তা বলার উপায় নেই। কারণ, গতকালও ভরদুপুরে হালকা বৃষ্টির সাক্ষী থেকেছে শহরতলি। কিন্তু তাতে গরম থেকে স্বস্তি মেলেনি।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার শহরের কোনও কোনও অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি।অন্যদিকে, হাওয়া অফিসের রিপোর্ট মোতাবেক, আগামী সপ্তাহের শুরু থেকে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে না। তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। কয়েকদিন ধরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে, যা এই সময়ের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা কম।