নকিব উদ্দিন গাজী: শিয়ালদহর দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনে উত্তর রাধানগরে স্থানীয় যাত্রীরা রেল অবরোধ করে বিক্ষোভ মূলত ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট কেটে অতিরিক্ত মহিলা কম্পার্টমেন্ট করার জন্য সমস্যা সৃষ্টি হয়েছে ট্রেন যাত্রীদের ট্রেন না বাড়িয়ে জেনারেল কম্পার্টমেন্ট কেটে মহিলা কম্পার্টমেন্ট করার ফলে সাধারণ যাত্রীদের সমস্যা গতকাল দক্ষিণ বারাসাত মথুরাপুর -সহ বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ডায়মন্ড হারবার লাইনে উত্তর রাধানগরে ট্রেনের যাত্রীরা ট্রেন থামিয়ে আপ এবং ডাউন সমস্ত ট্রেন সকাল থেকে বন্ধ হয়ে যায়। সকাল থেকে সমস্যায় পড়েছে অন্যান্য যাত্রীরা ঘটনাস্থলে রেল পুলিস অবরোধকারীদের হটানোর চেষ্টা করছে।
এখনও চলছে শিয়ালদহর দক্ষিণ শাখায় রেল অবরোধ। গতকালের পর আজ আবারও রেল অবরোধে সামিল হয়েছেন যাত্রীদের একাংশ। শিয়ালদহ এবং ডায়মন্ড শাখার উত্তর রাধানগর স্টেশন, সেখানেই সকাল থেকে রেল অবরোধ শুরু করেছেন যাত্রীদের একাংশ।
মহিলা কামরা বাড়ানো হয়েছে, এর ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে, এতে ভোগান্তির শিকার হয়েছেন তাঁরা, এই বিষয়টিকে সামনে রেখেই রেল অবরোধ। থমকে গিয়েছে রেল পরিসেবা ডায়মন্ড হারবার, শিয়ালদহ শাখায়।
ট্রেন অবরোধ এখনও চলছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই অবরোধে যাগদান করেছে স্থানীয় মানুষ থেকে শুরু করে রেল যাত্রীরা। এতদিন দুটি মহিলা বগি ছিল, কিন্তু তা এখন বেড়ে ৩টে হয়েছে। এর ফলে জেনারেল কামরার যাত্রীদের অসুবিধা হচ্ছে। জেনারেল বগি কমায় যাত্রীরা তাতে উঠতে পারছে না। তাদের দাবি যখন ভিড় হয় অত্যাধিক তখন ট্রেনে প্রায় ওঠাই যায় না। এমন অবস্থায় একটা বগি কমে যাওয়া মানে প্রচুর সমস্যা।
অনেক যাত্রী অভিযোগ জানাচ্ছে, ভুল করে অভ্য়াসবসত ওই কামরায় তাঁরা উঠলেই তাঁদের ফাইন নেওয়া হচ্ছে। তার জন্য তাঁরা ভিষণভাবেই ক্ষুব্ধ। যাত্রীদের দাবি, মহিলা কামরা বাড়ানোর পাশাপাশি জেনারেল কামরাও বাড়াক, একে প্রচুর ভিড় হয় তার ওপর এমন কামরা কমে যাওয়ায় খুবই সমস্যার মধ্যে পড়তে হবে তাঁদের। বিশেষ করে যাঁরা কলকাতায় যায়, তাঁদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যাঁরা কলকাতার দিকে যায় তাঁদের দাবি, প্রত্যেকটা ট্রেনের ব্যাবধান হয় আধ ঘন্টা হোক না হলে জেনারেল কামরা বাড়ানো হোক এবং যদি এর মধ্যে কোনওটাই না হয় তাহলে এতদিন যেমনভাবে চলছিল তেমনই চলুক। নিত্যযাত্রী যাঁরা ওই বগিতে রেগুলার যেত তাঁরা প্রচন্ডই সমস্যার মধ্যে পড়ছে।
এই মুহির্তে শিয়ালদহের দক্ষিণ শাখার আপ ও ডাইনের ট্রেন বন্ধ আছে। এরফলে নিত্যযাত্রীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সকাল ৬:৩০ থেকে এই ট্রেন অবরোধ। আজ সকাল থেকে এমন অবস্থার জন্য কোনও যাত্রীই তাঁদের নিজেদের গন্তব্য জায়গায় পৌঁছাতে পারছে না। গায়মন্ড হারবারের আপ ও ডাউন শাখার দুটি ট্রেনের পরিসেবাই বন্ধ।
এরফলে যাঁরা নিত্যযাত্রী তাঁদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাঁরা জানাচ্ছে ৬:৩০ থেকে যে রেল অবরোধ এরফলে তাঁদের নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে যথেষ্ঠ দেরি হবে। নিত্যযার্রীদের একাংশ জানাচ্ছে তাঁরা যে অন্য রাস্তা দিয়ে যাবে তাও তাঁদের পক্ষে একেবারেই অসম্ভব। অনেক দেরি হয়ে যাবে তাঁদের কর্মক্ষেত্রে পৌঁছাতে।
এক নিত্যযাত্রী জানাচ্ছে, হয় আগের মতো রেল পরিসেবা থাক, নাহলে একটা বগি বাড়াক বা ট্রেন আধঘন্টা অন্তর দিক। যতক্ষন না সরকার আমাদের কথা শুনবে ততক্ষন আমরা এই অনরোধ তুলবো না।