• ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে: মমতা
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস আপাতত করাতে পারবেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে, তা-ও জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু এখনও অনিশ্চিত এই ‘যোগ্য’ চাকরিহারাদের ভবিষ্যৎ।

    তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ‘টেন্ডেড’ বা অযোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত বেতন পেতে কোনও সমস্যা রইল না, তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি।

    সেখানে তিনি বলেন, ‘এই রায়ে আপাতত স্বস্তি পেয়েছি। আমরা তাঁদের (চাকরিহারা যোগ্য শিক্ষকদের) বেতন নিয়ে চিন্তা করছিলাম। কারণ আগে বলা হয়েছিল বেতন দেওয়া যাবে না। আমরা বিকল্প পথ খুঁজছিলাম। আমরা কথা দিয়েছিলাম, ওঁদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখব। আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত।’

    তিনি চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি। অনেকে বলছে ২০২৬ পর্যন্ত যাবে। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। মানুষের জন্য কোনও কাজে আমি ভুল করি না। নিজের কাজে ভুল করতে পারি।’ তিনি যোগ্য শিক্ষকদের সমব্যাথী এবং তাঁদের পাশে রয়েছেন, এই বার্তাও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘সমস্যা হলে সমাধান করতে সময় দিতে হয়। সরকার, প্রশাসন, আইনের প্রতি ভরসা, বিশ্বাস রাখুন। নিশ্চয়ই কোনও না কোনও পথ আমরা খুঁজে বার করব।’

  • Link to this news (এই সময়)