ABTA এবং DYFI কর্মী-সমর্থকদের অভিযোগ, পূর্ব ঘোষিত মিছিল ছিল। তবে মিছিল শুরুর সময়ে কোনও ব্যারিকেড ছিল না। জমায়েত দেখে ব্যারিকেড দেয় পুলিশ। তবে বামেদের আটকানো যায়নি। ব্যারিকেড টপকে মিছিল এগোতে শুরু করে।
এরপরই মিছিল আটকায় পুলিশ। বাম কর্মী-সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেধে যায়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের উদ্দেশ্য়ে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। পাল্টা মারমুখী হয়ে ওঠে জনতাও। সব মিলিয়ে খণ্ডযুদ্ধ বেধে যায়।