• লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে ভুয়ো কাস্টমস অফিসার গ্রেপ্তার কাচড়াপাড়া থেকে,বাজেয়াপ্ত নীলবাতি লাগানো এক্সিইউভি গাড়ি,উদ্ধার একটি পিস্তল...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাচড়াপাড়া জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মিহির ঘোষ নামে এক ব্যক্তির। আজ তাকে গ্রেপ্তার করলো জেঠিয়া থানার পুলিশ।  

    কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কমদামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে কাচড়াপাড়া জোনপুরের বাসিন্দাদের অভিযোগ।  পুলিশ সুত্রের খবর এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

    দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল মিহির ঘোষ। নিজের স্ত্রী পুত্র অন্য জায়গায় রেখে একাই ভাড়া থাকতো কাঁচরাপাড়ায়। বিভিন্ন মানুষকে এভাবে ঠকিয়ে গা বাঁচিয়ে চলছিল সে কিন্তু শেষ রক্ষা হলো না। বারাসতের এক ব্যক্তি তার সন্ধান পায় এবং কাঁচরাপাড়ার বাড়িতে এসে হাজির হয় আজ সকালেই। জেঠিয়া থানার পুলিশ হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত মিহির ঘোষকে। তাকে গ্রেপ্তার করা হয়।

    এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)