• কবে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যাচ্ছেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা
    আজ তক | ১৭ এপ্রিল ২০২৫
  • বুধবার ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় তার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুর্শিদাবাদ হিংসায়  যাঁদের প্রাণ গিয়েছে সেই তিনটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে আরও একবার সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মমতা জানান, তিনি ঠিক সময়ে মুর্শিদাবাদ জানান।

    মুর্শিদাবাদের অশান্তির ঘটনা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষায় তিনি আছেন বলেই জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলকে শান্তিতে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই সময়ে মুর্শিদাবাদে না যেতে সকলকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নিজেও যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না, আমি ঠিক সময়ে মুর্শিদাবাদ যাব। এই সময়ে রাজ্যপালকেও মুর্শিদাবাদ না যাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 

    হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন  ভোট আসলেই এসব হয়, পুরোটাই এজেন্সিকে দিয়ে করান হয়েছে। বাইরে থেকে লোক এসে অত্যাচার করেছে। মমতা বলেন,  ক্রিমিনালরা দাঙ্গা করেন। টাকা দিয়ে অনেক কিছু করা যায়। এই প্রসঙ্গে এদিনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বিএসএফ-কে নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 

    প্রসঙ্গত বাংলায় যে গোলমাল লাগানো হচ্ছে তার জন্য অমিত শাহ দায়ী বলে আগেও  তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এই গোলমালের জেরে তিনজনের প্রাণ চলে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলছি, যাঁদের প্রাণ গিয়েছে সেই তিনটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাঁদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাড়ি করে দেওয়া হবে। এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করেছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি। তাই এভাবে করেছে। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে।’‌
     
  • Link to this news (আজ তক)