বিকেলে বৃষ্টির পূর্বাভাস ৪ জেলায়, কালবৈশাখীর মতো ঝড়েরও আশঙ্কা, স্পেশাল বুলেটিন
আজ তক | ১৭ এপ্রিল ২০২৫
আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা উঁকি দিচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী রবিবার পর্যন্ত। সেই সঙ্গে কোথাও কোথাও ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বিকেলে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার সকালে রোদের দাপট থাকলেও দুপুর গড়াতেই মেঘলা আকাশ দেখা দিতে পারে শহরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩৪.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বেশি ঝড়-বৃষ্টির আশঙ্কা?
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবারই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বেশি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকে এর প্রভাব বাড়বে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো পার্শ্ববর্তী জেলাগুলিতে। শনিবার বৃষ্টি ও ঝড় বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়।
উত্তরবঙ্গেও একই চিত্র
উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়ার কারণ
আবহাওয়া দফতরের মতে, বর্তমানে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। একটি সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত, যা বাংলা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। অপরটি পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত, যা ছত্তীসগড় ও ঝাড়খণ্ড হয়ে এসেছে। এই দুটি ব্যবস্থাই রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে।