• নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, মৃত্যু গাড়িচালকের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
  • নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, মৃত্যু গাড়িচালকের

    নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পাচারকারীদের ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকের। পুলিশ সূত্রে দাবি, রাস্তায় আড়াআড়ি করে পুলিসের গাড়ি দাঁড় করানোর সময় দুষ্কৃতীদের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। একটু রাতের দিকে গরু পাচারের উদ্দেশে কয়েকজন দুষ্কৃতী ডাম্পার নিয়ে বের হন। তাঁদের ধরতেই ধাওয়া করে পুলিশের গাড়ি। সেই সময়ই নন্দীগ্রাম-চণ্ডীপুর রাজ্য সড়কে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হন দু’জন পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক। আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলেও পুলিশের গাড়ির চালককে বাঁচানো যায়নি। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সহদেব প্রধান। তিনি রেয়াপারার বাসিন্দা ছিলেন। বছর ২৫-এর সহদেব রেয়াপাড়া ফাঁড়ির গাড়ি চালাতেন। তাঁর বাড়িতে বৃদ্ধা মা এবং ভাই রয়েছেন। ঘটনার সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সহদেবের আত্মীয় খোকন বেরা বলেন, ‘বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর জানতে পারি। শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখি সহদেবের মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, পরিবারের পাশে দাঁড়াতে। সহদেব পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।’

    বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাস্তার গরু ধরে তুলে নিয়ে যাচ্ছেন পাচারকারীরা। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন গেরুয়া শিবিরের স্থানীয় নেতারা। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতারা। তৃণমূলের বক্তব্য, যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু তাতে রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। তৃণমূলও চায় অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)