শতবর্ষ পূর্ণ হাওড়া ডিভিশনের, যুক্ত হবে ২৪ নম্বর প্ল্যাটফর্ম
দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
১০০ বছরে পা রাখল হাওড়া ডিভিশন। ভারতে ব্রিটিশ শাসনকালে ১৯২৫ সালে ছয়টি ডিভিশন তৈরি করা হয়েছিল। হাওড়া ডিভিশন তার মধ্যে একটি। ২০২৫-এ এই ডিভিশনের শত বছর পূর্ণ হয়েছে। এই ১০০ বছরে বিভিন্ন কর্মসূচির গ্রহণের মধ্যে দিয়ে হাওড়া ডিভিশন ভারতীয় রেলকে সমৃদ্ধ করেছে। আগামী দিনেও এই ডিভিশন ভারতীয় রেলের অগ্রগতিকে আরও উচ্চতায় তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার সেই বার্তাই দিয়েছেন। এই বৈঠকে ডিভিশনের ১০০ বছর সম্পূর্ণ হওয়ার জন্য নতুন লোগো প্রকাশিত হয়।
হাওড়া এমন একটি স্টেশন যেখান থেকে পরিবহনের বিভিন্ন মাধ্যম যেমন মেট্রো, ফেরি, বাস, ট্যাক্সি সবগুলিই উপলব্ধ। ফলে যাত্রীরা নিজেদের সুবিধামতো গন্তব্যে সহজেই পৌঁছাতে পারে। সূত্রের খবর, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কাটোয়া, রামপুরহাট সহ ১৫টি স্টেশনের উন্নয়নের উপর কাজ করা হচ্ছে। পাশাপাশি, হাওড়া ইয়ার্ডের আধুনিকীকরণ করা হবে ও উন্নত প্রযুক্তির ব্যবস্থাও করা হবে। এর ফলে ভবিষ্যতে সম্পূর্ণ দৈর্ঘ্যের ট্রেনগুলিকে প্ল্যাটফর্মে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। ট্রেনের সময় নিয়েও যাত্রীদের মধ্যে কোনো অসুবিধা হবে না। ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু স্টেশনকে মেল এক্সপ্রেস ট্রেন যাতায়াতের জন্য ভাবা হয়েছে। ব্যান্ডেল তার মধ্যে একটি স্টেশন। এছাড়াও বাঁশবেড়িয়াতে নতুন গতি শক্তি মাল্টি মডেল ফ্রেইট টার্মিনাল তৈরি হতে চলেছে। পাশাপাশি, নতুন চাঁদমারি ব্রিজ এবং বেনারস ব্রিজ তৈরির কাজও চলছে।
ডিআরএম আরও বলেছেন, এই বছর শতবর্ষপূর্তি উপলক্ষে নতুন ডিআরএম ভবনে তাঁরা স্থানান্তরিত হবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে স্বীকৃতি দিতে হাওড়া ডিভিশন বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করতে চলেছে। বিভিন্ন স্টেশনে প্রভাত ফেরির মাধ্যমে ডিভিশনের ১০০ বছরের বিভিন্ন কীর্তি তুলে ধরা হবে এবং তাঁদের কৃতিত্ব বই আকারে প্রকাশিত হবে। হাওড়া ডিভিশনের বিভিন্ন ট্রেনে ১০০ বছর পূর্তির লোগো লাগানো হবে। শতবর্ষের থিমের উপর রাজধানী এক্সপ্রেসকে রঙিন করে তোলা হবে। এছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাওড়া স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম যোগ করা হবে। হাওড়া, কাটোয়া, ব্যান্ডেলে মহিলাদের জন্য তিনটি নতুন ব্যারাক তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে রেলকর্মীদের জন্য নতুন সিটি স্ক্যান মেশিন বসানো হবে। যাত্রীদের সুবিধার্থে এরকম আরও প্রকল্প ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে হাওড়া ডিভিশন ভারতীয় রেলের অগ্রগতির অন্যতম শরিক হতে চলেছে।