• বোমা ফেটে জখম ২
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
  • বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছে দুই শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুর এলাকায়। জখম দুই শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

    এ দিন সকালে মোহাম্মদপুরে মাঠে খেলতে গিয়েছিল ওই দুই শিশু। ওই মাঠেই একটি জারে রাখা হয়েছিল বোমা। সেই বোমাগুলি বল ভেবে খেলতে শুরু করলেই বিপত্তি ঘটে। বোমা ফেটে জখম হয় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কারা কী উদ্দেশে এই বোমাগুলি মাঠের মধ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, জখম শিশুদের নাম মেজা রহমান ও আব্দুল আজিত রহমান। মেজার বয়স ১২ বছর। আব্দুল আজিজের বয়স ১৪ বছর। তাদের দুই জনের বাড়ি শামসেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকায়।

    ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদ। এই অশান্তির ঘটনায় ৩ জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। বহু মানুষ জখম হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই আবহে বোমা ফেটে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)