• একমাত্র রোজগেরের মৃত্যু, শ্রাদ্ধশান্তির টাকাই নেই! হিন্দু পরিবারের পাশে এক মুসলিম...
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৫
  • অনুপ দাস: হিন্দু পরিবারের একমাত্র রোজগার করা মানুষ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর শ্রাদ্ধঅনুষ্ঠান করার মত অর্থ নেই, সেই পরিবারে পাশে দাঁড়িয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত ভার নিজের কাঁধে নিলেন,সংখ্যালগু মুসলিম নেতা।

    মুর্শিদাবাদ ইস্যুকে কেন্দ্র করে যখন গোটা বাংলাকে উত্তপ্ত করার রাজনৈতিক স্বার্থসিদ্ধির নোংরা খেলায় মত্ত রাজনৈতিক দলগুলো, ঠিক তখনই সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন দেখা গেল পাশের জেলা নদিয়ায়। ভেদাভেদের রাজনীতির মাঝে মুমূর্ষ এক হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা জেবের সেখ। 

    দিনকয়েক আগে নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামের বরুণ প্রামানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত বরুণ প্রামানিক ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। দিন আনা দিন খাওয়া পরিবারে হঠাৎই মৃত্যু হয় বাড়ির কর্তার। তারপর অথৈ জলে পড়ে স্ত্রী ও দুই সন্তান। তাঁদের সামর্থ নেই শ্রাদ্ধ অনুষ্ঠান করার। দুস্থ সেই পরিবারের কথা শুনে এগিয়ে আসেন তৃনমূল নেতা জেবের সেখ। শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। আর এই কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন কী ভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। হিন্দু-মুসলিম ভেদাভেদ নয় বরং সম্প্রীতির নতুন এক দিশা দেখালেন সকলের প্রিয় জেবের ভাই। মৃতদেহ সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধনুষ্ঠান সবকিছুর দায়িত্ব কাঁধে নিয়েছেন চাপড়ার জেবের শেখ।

    ধর্মীয় ভেদাভেদির রাজনীতিতে এই দৃষ্টান্ত যেন অনন্য নজির স্থাপন করল। রাজনীতিবিদরা যতই ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যাবহার করুক না কেন, আবার প্রমাণ হল মানুষ মানুষের জন্য। 

     

     

     

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)