২০ মাস বয়সেই মুখস্থ গীতার সব শ্লোক! আলিপুরদুয়ারের ‘বিস্ময় বালিকা’র নাম ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ
প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: বয়স মাত্র ২০ মাস। কিন্তু এই বয়সেই গীতার সমস্ত শ্লোক থেকে সরস্বতী বন্দনা সব মুখস্থ এই খুদের। শুধু তাই নয়, ছবি দেখেই সে বলতে পারে বিভিন্ন পশুর নামও। আলিপুরদুয়ারের ‘বিস্ময় বালিকা’ সাত্বিকা বিষইয়ের এই কীর্তিতে হতবাক পাড়া-প্রতিবেশী সকলে। এই প্রতিভার জন্যই ইতিমধ্যে সাত্বিকার নাম উঠেছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ।
সাত্বিকাদের আদিবাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বুলানপুর গ্রামে। বর্তমানে আলিপুরদুয়ারের বাসিন্দা। বাবা বিশ্বজিৎ বিষই। তিনি জলদাপাড়া জাতীয় উদ্যানে রেঞ্জে অফিসার পদে কর্মরত। মা স্বাগতা বিষই পেশায় একজন শিক্ষিকা। মা-বাবা দু’জনেই কর্মরত হওয়ায় বাড়িতে দিদিমার সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কাটে সাত্বিকার। তবে বাড়িতে রয়েছে আরও এক সদস্য। পোষ্য সারমেয় হ্যারি খুব প্রিয় সাত্বিকার। হ্যারিকে ‘দাদা’ বলে ডাকে সে। বলা বাহুল্য, সাত্বিকার সাফল্যে খুশি তার পরিবারের লোকজন।
মেয়েকে নিয়ে গর্বিত মা স্বাগতা। তিনি বলেন, “আমাদের মেয়েকে নিয়ে আমরা গর্বিত। ওর প্রতিভার কথা জানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে প্রথম আবেদন করেছিলাম। তারপর সংস্থার পক্ষ থেকে কিছু ভিডিও চাওয়া হয়। পরবর্তী কিছু পদ্ধতির মাধ্যমে মেয়ের নাম ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ ওঠে। আমরা চাই মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। অন্যের দুঃখ-কষ্ট বুঝতে শিখুক।”