সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বৈশাখী দাবদাহ থেকে মিলবে রেহাই?
প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৫
নিরুফা খাতুন: সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টির সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ও শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি থাকতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় কালবৈশাখের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সঙ্গী হবে বৃষ্টি। চার জেলা- পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা কালবৈশাখী সতর্কতা জারি। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে প্রভাব অনেকটা কমবে। রবিবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তবে উপরের দিকে তিন জেলা এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবারে উপরের দিকের ৫ জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।