গোবিন্দ রায়: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দিনকয়েক আগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ধূলিয়ান ও সামশেরগঞ্জ। যদিও বর্তমানে এলাকার পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে। স্বেচ্ছাসেবী সংগঠনকে ওই দুই এলাকার ঘরছাড়াদের সপ্তাহে একদিন করে ত্রাণ বিলির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে রয়েছে বেশ কিছু শর্ত।
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী দু’সপ্তাহে দু’দিন ওই স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিলি করতে পারবে। ত্রাণ সামগ্রী বিলির ২৪ ঘণ্টা আগে জেলাশাসকের অফিসে জানাতে হবে। তারা কোন জায়গায় যেতে চায়, কতজন যেতে চায়, কাদের সাহায্য দিতে চায় ? সে সমস্ত বিস্তারিত তথ্য জানাতে হবে জেলাশাসককে। তাঁর নির্দেশ মতোই ত্রাণসামগ্রী বিলি করতে পারবে স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী ৫ মে এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বাড়ি, দোকান ভাঙচুর। ঘরছাড়াও হন অনেকেই। ডিজি রাজীব কুমার খোদ এলাকায় যান। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এলাকায় শান্তি ফেরান। বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবারই অভিযোগ করেন ঘরছাড়াদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করা হয়নি। তাঁদের ত্রাণসামগ্রী দিতে চাইলেও গেরুয়া শিবিরকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। আর ঠিক পরদিনই স্বেচ্ছাসেবী সংগঠনকে শর্তসাপেক্ষে ত্রাণ বিলির অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।