• EXCLUSIVE: সেপ্টেম্বরে ‘দিলীপদা’কে প্রোপোজ়, এই সময় অনলাইনে পাত্রী নিজেই বললেন...
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • বৈশাখের সন্ধ্যায় কোন বিজেপি নেতার চার হাত এক হতে চলেছে? কুণাল ঘোষের একটি টুইটে একেবারে হইহই পড়ে গিয়েছে। সেই পোস্টে কারও নাম উল্লেখ করেননি কুণাল, সব লাইনের শেষেই জুড়েছেন প্রশ্নবোধক চিহ্ন। কে এই নেতা? চতুর্দিকে হইহই।

    ঠিক এর পরের পোস্টেই খানিকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’র ঢঙে বোমাটি ফাটিয়েছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, ‘দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।’ কুণালের এই পোস্টের তল খুঁজতে নেমে প্রথমে ফোন করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তিনি ফোন ধরেননি। মেসেজ করলেও কোনও জবাব মেলেনি।

    তবে পাত্রী কে? দিনভর জল্পনার মধ্যে উঠে আসে রিঙ্কু মজুমদার নামে বিজেপি মহিলা মোর্চার এক নেত্রীর নাম। দিলীপবাবুর মতো তিনিও নিউটাউনের বাসিন্দা। দিলীপবাবুর সঙ্গে ইকোপার্কের প্রাতঃভ্রমণেও মাঝে মধ্যে দেখা যেত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যোগাযোগ করা হলে এই সময় অনলাইনকে রিঙ্কু নিজেই এই খবরে সিলমোহর দেন।

    রিঙ্কুর কথায়, ‘দিলীপদাকে বহু দিন ধরে চিনি। তাঁকে ভালোও লাগে। তাঁর কাছে মনের কথা খুলেও বলা যায়। দিলীপদাকে গত সেপ্টেম্বরে প্রোপোজ় করেছিলাম। মাস তিনেক সময় চান তিনি। পরে ডিসেম্বরে আবার কথা হয়।’

    রিঙ্কু জানান, প্রথমে কথা ছিল জানুয়ারি মাসেই তাঁদের বিয়ে হবে। হলো না কেন? রিঙ্কুর কথায়, ‘নানা পারিপার্শ্বিক চাপে বিয়ের দিন কিছুটা পিছিয়ে দিতে হলো।’ তা হলে শুভ কাজ কবে হচ্ছে? রিঙ্কুর জবাব, ‘ঠিক সময়ে খবর পেয়ে যাবেন।’ যদিও নানা মহলের দাবি, শুক্রবারেই বিয়ে সারছেন রিঙ্কু। তাঁরা কি রেজিস্ট্রি বিয়ে সারছেন? রিঙ্কুর জবাব, ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আগে মালাবদল, পরে সইসাবুদ।’

    শোনা যাচ্ছে, নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে চলে এসেছেন আত্মীয়রা। তবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হাতে গোনা কয়েক জন। দিলীপের মা তাঁকে মাঝেমধ্যেই বিয়ের কথা বলতেন বলে ঘনিষ্ঠমহলের দাবি। এতদিন পর দিলীপ তা হলে মায়ের কথা রাখলেন? বিস্ময়ের সঙ্গেই নানামহলে বৃহস্পতিবার এই নিয়ে জোর চর্চা চলে। দিলীপদাকে কেমন লাগে? ফোনের ওপারে খানিকটা লাজুক শোনায় রিঙ্কুর গলা, ‘উনি খুবই নির্ভর করার মতো মানুষ। অত্যন্ত সংবেদনশীল।’

  • Link to this news (এই সময়)