• মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন না রাজ্যপাল বোস, মুর্শিদাবাদ যাচ্ছেনই
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানিয়ে দিলেন, আজ বৃহস্পতিবারই মুর্শিদাবাদের পথে রওনা দিচ্ছেন তিনি। এ দিন রাজভবনে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাস্থল পরিদর্শনের কথা ঘোষণা করেন রাজ্যপাল। মুর্শিদাবাদের যে যে জায়গায় অশান্তি হয়েছে, শুক্রবার তা ঘুরে দেখবেন বলে জানান তিনি। যদিও রাজ্যপাল এখনই সেখানে যান, চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মাননীয় রাজ্যপাল মহাশয়ের কাছে আমি আবেদন করব, দয়া করে আর কিছুদিন অপেক্ষা করে যান।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, সেখানে শান্তি ফিরছে, তাই এখনই বাইরে থেকে কারও যাওয়া কেউ ঠিক হবে না।

    তবে পাল্টা সংবাদমাধ্যমে রাজ্যপাল বোস জানান, সত্যিই যদি শান্তি ফেরে তার থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। তবে কী পরিস্থিতি সেখানকার, গ্রাউন্ড জ়িরো ঘুরে চাক্ষুষ করতে চান তিনি। সেই মতো রিপোর্টও তৈরি করবেন বলে জানান বোস।

    এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই মুহূর্তে সেখানকার মানুষের আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই সবার আগে দরকার। প্রশাসন সেই কাজ করছে। একই সঙ্গে মমতা বলেন, ‘কেউ কেউ বাইরে থেকে এসে অত্যাচার করেছে। তার মধ্যে পোশাকধারীও আছে। তারা আমাদের নয়, তবে তারা ভয় দেখাচ্ছে।’

    সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তি, সেই অশান্তির জেরে ঘরছাড়া মুর্শিদাবাদের একাধিক পরিবার। সেই পরিবারগুলিকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। ঘরছাড়ারা সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। তাদের দুর্দশার কথা তুলে ধরেন রাজ্যপালের কাছে। আর তার পরই রাজ্যপাল জানান, শুক্রবার মুর্শিদাবাদে যাবেন তিনি।

  • Link to this news (এই সময়)