• জামালপুরে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, পাশেই জখম স্বামী
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • বৃহস্পতিবার সকালে জামালপুরে আবুজহাটি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। জখম অবস্থায় সেই ঘর থেকেই উদ্ধার হন বৃদ্ধার স্বামী। সূত্রের খবর, মৃতের নাম মীরা সরকার (৬৪)। তাঁর স্বামীর নাম নীলাদ্রি সরকার। জানা গিয়েছে, পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্য দিকে, জখম অবস্থায় নীলাদ্রি সরকারকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জামালপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে কাজ করতে গিয়েছিলেন পরিচারিকা। বাড়িতে গিয়ে পরিচারিকা ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ পাননি। তিনিই স্থানীয় বাসিন্দাদের খবর দেন। স্থানীয়রা অনেক ডাকাডাকি করার পর জখম অবস্থায় বৃদ্ধ কোনও রকমে দরজা খোলেন। এর পরে স্থানীয়রা ঘরে ঢুকেই শিউড়ে ওঠেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরের দরজা খোলার পর তাঁরা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মীরা সরকারকে। অন্য দিকে, সেই ঘরেই জখম অবস্থায় উদ্ধার হন বৃদ্ধার স্বামী। অভিযোগ, এরপরই স্থানীয়রা জামালপুর থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করেন। জানা গিয়েছে, আহত নীলাদ্রি সরকারকে প্রথমে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

    এ ঘটনায় ইতিমধ্যেই জামালপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মীরা সরকারকে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে কী কারণে বৃদ্ধ দম্পত্তির উপর হামলা হলো তা জানা যায়নি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। পরিবারের দাবি, ঘরের সমস্ত জিনিস যথাস্থানেই রয়েছে। তাই বয়স্ক দম্পতিকে খুন করতেই তাঁদের উপর এ রকম হামলা করা হয়েছে বলে দাবি তাঁদের আত্মীয়দের।

  • Link to this news (এই সময়)