• এত্ত বড়! বনগাঁয় জুতো বানিয়ে নজির তৈরি মধুসূদনের
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • এক নয়, তিন নয়, একেবারে ছয় ফুট চার ইঞ্চি! বিশাল এক জুতো বানিয়ে নজির গড়েছে বনগাঁর শর্মা লেদার্স। দোকানের মালিক মধুসূদন শর্মা ও পাঁচ কর্মী মিলে এই জুতো বানিয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে পুরো এলাকায়।

    জানা গিয়েছে, দোকানের মালিক মধুসূদনের বরাবরই ইচ্ছে ছিল নতুন কিছু করে দেখানোর। সেই ইচ্ছা থেকেই এই বিশাল জুতো তৈরি করেছেন তিনি। পুরো জুতোটিই তৈরি হয়েছে চামড়া দিয়ে। এ ছাড়াও বনগাঁর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত শর্মা লেদার্সে রয়েছে একটি ছোট লাইব্রেরি। সেখানে বহু মানুষ কাজের ফাঁকে এসে বিশ্রাম নেন এবং বইও পড়েন। সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন দোকানের মালিক মধুসূদন। পাশাপাশি এই দোকানে রয়েছে এক বিশেষ অফার। সেখানে এক ঘণ্টা এসে বই পড়লেই মেলে কুড়ি শতাংশ ছাড়।

    দোকানের মালিক মধুসূদন শর্মা বলেন, ‘আমার বরাবরই ইচ্ছে ছিল সকলের থেকে আলাদা কিছু করে দেখানোর। সেই ভাবনা থেকেই এই জুতো তৈরি করেছি। আমরা পাঁচজন মিলে মাত্র চারদিনে এই কাজ করেছি। এ ছাড়াও আমাদের দোকানে বই পড়লে মেলে বিশেষ ছাড়। কারণ বই পড়লে মানসিক শান্তি পাওয়া যায়। যাতে আরও বেশি মানুষ আসেন সেই কারণেই এই অফার। তাতে আমারও লাভ হবে কিছুটা।’

    দোকানের এক ক্রেতা সুজয় বিশ্বাস বলেন, ‘এখানে আমি পাঁচ ঘণ্টা বই পেয়ে বিনামূল্যে একটি জুতো পেয়েছি। সেই কারণেই এখানে বারবার আসি।’

  • Link to this news (এই সময়)