নোয়াপাড়া মেট্রো স্টেশনে সিগন্যালে সমস্যা। পরিষেবায় বিঘ্ন। ট্রেন চলছে পেপার সিগন্যালে। বৃহস্পতিবার রাত ৯টা ১৫ নাগাদ এই সমস্যা দেখা দেয়। তারপর এক এক করে বিভিন্ন স্টেশনে রেক দাঁড়িয়ে পড়ে। সন্ধ্যায় তুমুল বৃষ্টির পর ঘরমুখো মানুষজন, যাঁরা মেট্রোয় চেপেছিলেন, তাঁদের রীতিমতো সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্টেশনে থমকে থমকে এগোতে থাকে গাড়ি। পরে ৯টা ৪৫ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।
এ দিন দুপুরের পর থেকে বিভিন্ন জেলায় তুমুল ঝড়বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। বিকেল হতে না হতেই বৃষ্টি নামে কলকাতায়। ঝোড়ো হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি। শহরের অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলার বিভিন্ন ফুটপাতে জল জমে যায়।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া মেট্রো স্টেশনের একটি সিগন্যালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার ট্রেনের পরিষেবা বিঘ্নিত হয়। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সিগন্যালে সমস্যা দেখা দেওয়ার পর বৈদ্যুতিন সিগন্যাল মেরামতির কাজ শুরু হয়।
এ দিকে সে সময় পরিষেবা সচল রাখতে পেপার সিগন্যালের ব্যবহার করা শুরু হয়। এর ফলে দক্ষিণেশ্বর যাওয়ার প্রতিটা ট্রেনই বিভিন্ন স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকে।
এ দিকে বিপাকে পড়েন যাত্রীরা। কারণ, বিকালের পর তুমুল বৃষ্টির কারণে শহরে রাজপথে বাসের সংখ্যা কমতে শুরু করে। দীর্ঘক্ষণ বাসের জন্যও অপেক্ষা করতে হয় যাত্রীদের।