সোমবার ২১ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দালদের প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডভন্ড শালবনির জিন্দাল পাওয়ার প্ল্যান্ট। সৌজন্যে কালবৈশাখীর দাপট।
দুরন্ত কালবৈশাখী ঝড়ে বিপত্তি শালবনিতে। ঝড়বৃষ্টি দাপটে লন্ডভন্ড কারখানার উদ্বোধনী অনুষ্ঠানস্থল। মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে জিন্দাল কারখানার ভেতরে যে প্যান্ডেলের কাজ চলছিল বৃহস্পতিবার বিকেলের ঝড়বৃষ্টিতে তার হ্যাঙ্গার ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের আর বাকি মাত্র তিনদিন। তার মধ্যে ফের অনুষ্ঠানস্থল সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত দেখছেন আয়োজকরা। কারণ
অন্যদিকে, জেলায় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম চন্দন ঘাঁটা (৪০)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার আগরপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায়। সেখানে একটি ইটভাটাতে কাজ করছিলেন চন্দন। কৃষ্ণনগর এলাকায় একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন চন্দন। এদিন বিকেলে হঠাৎই কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে যায়। প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে চলে ব্যাপক বজ্রপাতও। ওই বজ্রপাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। বজ্রপাতের সময় ইটভাটার ওই ম্যানেজার একটি গাছের নিচে দাঁড়িয়ে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। সেই সময়ই গাছের উপর বাজ পড়ায় গুরুতর জখম হন তিনি। দ্রুত ইটভাটার শ্রমিকরা তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।