• ওসি সরিয়ে আইসি পদমর্যাদার আধিকারিক সুতি, সামশেরগঞ্জে?
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • সুতি ও সামশেরগঞ্জ থানায় আইসি নিয়োগ করা হলো বলে সূত্রের খবর। সূত্রের দাবি, বৃহস্পতিবার এই আইসি নিয়োগ করেছে রাজ্য পুলিশ। এতদিন এই দুই থানা ছিল ওসি থানা। এ দিন রাজ্য পুলিশের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুতি থানার আইসি হলেন সুপ্রিয়রঞ্জন মাজি, সামশেরগঞ্জ থানার আইসি হিসাবে নিযুক্ত করা হলো সুব্রত ঘোষকে।

    ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গত কয়েক দিনে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জে অশান্তির ছবি দেখা গিয়েছে। রাজ্য পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় সেখানে গিয়েছে। শোনা যাচ্ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে রাজ্য পুলিশ।

    এরই মধ্যে খবর, সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক সরিয়ে সুতি, সামশেরগঞ্জে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক নিয়ে আসা হয়েছে। এই দুই থানা জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে পড়ে। এই সিদ্ধান্তে গুরুত্ব বাড়ল এই দুই থানার। যদিও এ নিয়ে সরকারি ভাবে রাজ্য পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

    তবে মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি নিয়ে এ দিন সাংবাদিক সম্মেলন করেন এডিজি দক্ষিবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলেন, ‘গোলমাল, ঝামেলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। সবাইকে চিহ্নিত করা হচ্ছে। তদন্ত চলছে। চার্জশিট দেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’ পুলিশের তরফে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদের সব জায়গায় ৭০ শতাংশ দোকানপাট খুলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৭৪ জন। মামলা দায়ের হয়েছে ৬০টি।

  • Link to this news (এই সময়)