• দিঘার জগন্নাথ মন্দিরের কাজ কতটা এগোল? শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখতে এলেন রাজ্যের মন্ত্রী
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৫
  • হাতে আর কয়েকদিন। তারপরই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দুই মেদিনীপুর জুড়েই সাজো সাজো রব। অক্ষয় তৃতীয়ায় মেগা ইভেন্টে যেন খামতি না থাকে। তার প্রস্তুতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার দিঘায় পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্দির ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গেও।

    গোটা দেশের নজর এখন দিঘার জগন্নাথ মন্দিরের দিকে। শোনা যাচ্ছে, উদ্বোধনের দিন শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারকারা তো থাকবেনই। ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। উপস্থিত থাকবেন একাধিক ভিভিআইপি।

    তাই নিরাপত্তায় ফাঁক রাখতে রাজি নয় রাজ্য সরকার। এ দিন প্রথমে জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে বিদ্যুৎ দপ্তরের গেস্ট হাউসে বৈঠক করেন মন্ত্রী। এরপর সরাসরি পৌঁছে যান জগন্নাথ মন্দিরে। পুরো মন্দির ঘুরে দেখেন। কোথা দিয়ে বিদ্যুতের লাইন গিয়েছে, তার যথাযথ সুরক্ষা নেওয়া হয়েছে কি না তা নিজে দাঁড়িয়ে থেকে দেখভাল করেন। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে, প্রয়োজনীয় নির্দেশ দেন।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানিয়েছেন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথদেবের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। তার আগের দিন থেকেই শুরু হবে যজ্ঞ। চলবে প্রায় ৫ ঘণ্টা। উপস্থিত থাকবেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি। ২৯ তারিখ দুপুরেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন দিঘায়। প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের দ্বারোদ্ঘাটন, সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে জমজমাট আয়োজন।

    এ দিন অরূপ বিশ্বাস বলেন, ‘মন্দিরে পাওয়ার সাপ্লাইয়ের কাজ হয়ে গিয়েছে। এ দিন ফাইনাল ফিনিশিংয়ের কাজ দেখলাম। যে ভাবে কাজ হয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট।’

    অরূপ বিশ্বাসকে ২৭ এপ্রিল থেকেই দিঘায় থাকার নির্দেশ দিয়েছেন মমতা। থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীরাও। এখন থেকেই যাতে পার্মানেন্ট হোডিং করে প্রচার করা হয় সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিসিটিভি লাগানোর কাজও শুরু করে দিয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

  • Link to this news (এই সময়)