• বল ভেবে বোমা নিয়ে খেলা, বিস্ফোরণে আহত দুই শিশু
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু। আহতদের নিয়ে যাওয়া হল স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। এলাকায় পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। ‌ পুলিশ ওই জায়গাটি ঘিরে রেখেছে‌। পাশাপাশি বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়েছে। 

    স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পাঁচজন শিশু স্থানীয় ফরমান শেখের পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই একটি বলের মতো জিনিস পায় তারা। ওই বলটি নিয়ে খেলতে গিয়েই বিপত্তি ঘটে। বলটিকে মাটিতে ছুঁড়তেই বিস্ফোরণ ঘটে। 

    আহত হয় দুই শিশু। বাকিরা বিস্ফোরণের আওয়াজে অচৈতন্য হয়ে যায়। আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয়রা বিস্ফোরণের আওয়াজ পেয়েই ঘটনাস্থলে চলে আসেন। এরপর দ্রুত উদ্ধার করে ওই দুই শিশুকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তদন্তে নেমেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)