• আত্মঘাতী কিশোর, অনলাইন গেমে টাকা খুইয়েই এই সিদ্ধান্ত, দাবি প্রতিবেশীদের
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আত্মঘাতী হল এক কিশোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায়। মৃত অভীক পাল (১৭) ওরফে সুজয় বলে জানা গিয়েছে। 

    একাদশ শ্রেণির ছাত্র অভীক সম্প্রতি চড়ক পূজোয় সন্ন্যাসী হিসেবে অংশ নিয়েছিল। বুধবার তার মা বাজারে গেলে ঘর ফাঁকা থাকার সুযোগে  সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে অভীক আত্মহত্যা করে । মা ফিরে এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি মারতেই দেখতে পান ছেলের দেহ ঝুলছে। তাঁর আর্তনাদ শুনে  প্রতিবেশীরা ছুটে এলেও শেষরক্ষা হয়নি। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিকের বন্ধু-বান্ধব কম ছিল এবং বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকত। অনলাইনে গেম খেলা ছিল তার নেশা। সেই অনলাইন গেমের নেশায় বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা খুইয়ে মানসিক চাপে ওই কিশোর আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন স্থানীয়রা।  ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
  • Link to this news (আজকাল)