বাংলা এখন শিল্পের গন্তব্য, একগুচ্ছ প্রকল্পের তালিকা দিলেন মমতা
আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরোধীরা বারে বারেই বলেছে, তৃণমূল জমানায় বিজিবিএস কনফারেন্সে যা কিছু ঘোষণা হয়েছে, তা পূরণ করেনি রাজ্য সরকার। বৃহস্পতির নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন উত্তর দিলেন তাঁদের। তালিকা তুলে ধরে জানালেন, রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়িত করতে চলেছে তৃণমূল সরকার। মমতা বলেন, শিল্পপতিদের-শিল্পের আনাগোনায় বাংলাকে শিল্পের গন্তব্যে পরিণত করেছে। একগুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে তাঁর সরকার, তাতে বিদ্যুতের চাহিদা যোগানের পাশাপাশি, রাজ্যে হবে কর্মসংস্থানও।
মমতা এদিন জানান, ২১ এপ্রিল শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। উপস্থিত থাকবেন জিন্দলরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব।
এছাড়া রাজ্যসরকার ৬টি ইকোনামিক করিডোর তৈরি করছে।
ডেডিকেটেট ফ্রেইট করিডোর তৈরি করবে রাজ্য।
মমতা একই সঙ্গে এদিন ফের মনে করান, দেউচা পাঁচামির কাজ সম্পন্ন হলে ১০০ বছরে বাংলায় বিদ্যুতের সমস্যা থাকবে না। রাজ্যে কমে যাবে বিদ্যুতের দাম।
ভবিষ্যতের কথা মাথায় রেখে শালবনিতে তৈরি হচ্ছে ৮০০ মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। সুপার ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরিতে জিন্দলরা খরচ করছেন ১৬হাজার কোটি টাকার ওপরে। তৈরি হবে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক। তাতে রাজ্যে কর্মসংস্থান হবে।
সাগরদীঘিতেও কাজ চলছে, সেখানে প্রায় ৬৬০ মেগাওয়াট তৈরি হবে, কাজ সম্পূর্ণ হওয়ার পথে।
দুর্গাপুরে ৬৬০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে।
বক্রেশ্বরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে ৬৬০ মেগা ওয়াটের।
সাঁওতালডিহিতে মোট ১৬০০ মেগাওয়াটের ২টি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে।
২২ এপ্রিল, গোয়ালতোড়ে সোলার পাওয়ার প্ল্যান্টের অর্থাৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই প্রকল্পে জার্মান সংস্থা ৮০ শতাংশ খরচ দিচ্ছে, ২০ শতাংশ দিচ্ছে রাজ্য সরকার। ৭৫৭ কোটি টাকা বিনিয়োগে তৈরি হচ্ছে প্রকল্প।