সহপাঠীর টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির, নজর কাড়ল নদিয়ার তিন স্কুল ছাত্র ...
আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : স্কুলেরই সহপাঠীর টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার অন্যন্য নজির সৃষ্টি করল নদিয়ার বাদকুল্লার তিন স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে নদিয়ার বাদকুল্লার অঞ্জনগড় উচ্চ মাধ্যমিক স্কুলে।
স্কুলের টিফিনের সময় টিফিন খেতে গিয়ে বাদকুল্লা অঞ্জনগড় হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সুইটি রায়ের মানিব্যাগ হারিয়ে যায় স্কুলের মাঠে। এরপর ওই স্কুলেরই তিন ছাত্র মৈনাক বিশ্বাস, দেবব্রত ঘোষ, গোপাল দেবনাথ সেই ব্যাগটি কুড়িয়ে পায়। এরপর স্কুলের অফিসে তাঁরা সেটিকে জমা দেয়।
স্কুলের শিক্ষক সুপ্রতীপ রায় বিষয়টি জানবার পর ক্লাস ফাইভের ছাত্রী সুইটি রায়ের হাতে তুলে দেওয়া হয়। ব্যাগটি পেয়ে আনন্দে আত্মহারা হয় সুইটি। যদিও ব্যাগে ছিল মাত্র চল্লিশ টাকা। ছাত্র জীবনে এই ধরনের ঘটনাকে বৃহৎ আকারে দেখছেন বিদ্যালয়ের শিক্ষকরা। এই সততার অনন্য নজিরকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।