• জঙ্গিপুরে অশান্তির জের, একসঙ্গে বদল হল সুতি এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর পুলিশ জেলায় সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে একসঙ্গে বদল করা হল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ এবং সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর পদে কর্মরত সুব্রত ঘোষকে জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পূর্ব বর্ধমানের সদর ট্রাফিক গার্ডে ইন্সপেক্টর হিসেবে কর্মরত সুপ্রিয় রঞ্জন মাঝিকে সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    সুতি থানার বর্তমান ওসি বিজন রায় এবং সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবপ্রসাদ ঘোষকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

    জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ জেলার অন্তর্গত সুতি থানাটি ইন্সপেক্টর পদমর্যাদা থানায় উন্নীত হলেও সেখানে সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরাই দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে সামশেরগঞ্জ থানাটি এতদিন সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকের অধীনে ছিল। 

    জঙ্গিপুর পুলিশ জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের শীর্ষ মহল থেকে দু'টি থানাকে একসঙ্গে ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের জন্য স্থির করা হয়েছে। 

    সুব্রত ঘোষ এবং সুপ্রিয় রঞ্জন মাঝি দু'জনেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য পুলিশের শীর্ষ মহল থেকে ভারপ্রাপ্ত দুই আধিকারিকের রদবদলের পর মুর্শিদাবাদ জেলার পুরনো দুই অফিসারকে ওই দুই থানার দায়িত্বে পাঠানো হয়েছে। 

    যদিও পুলিশ সূত্রের খবর শিবপ্রসাদ ঘোষ এবং বিজন রায়কে আপাতত অন্য কোনও থানায় পাঠানো হয়নি। তাঁরা যে থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেখানেই আপাতত কর্তব্যরত রয়েছেন।
  • Link to this news (আজকাল)