• গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চৈত্র পেরোতেই ব্যাটিং শুরু গ্রীষ্মের। শুধু প্রাণীকুল নয়, একেবারে নাজেহাল অবস্থা হয় চা গাছের। কী সেটা? গরম পড়তেই লুপার ও রেড স্পাইডার আক্রমণ করতে শুরু করে চা গাছে। অন্যান্য পোকার তুলনায় লুপারের আক্রমণই সবচেয়ে বেশি।কারোন হিসেবে জানা যায়, বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয় সমগ্র ডুয়ার্স জুড়ে। অনেক সময় আবহাওয়া পরিবর্তনের ফলে ডুয়ার্সজুড়ে ভ্যাপসা গরম আবহাওয়া দেখা যাচ্ছে কয়েকবছরে। গরমকালে ডুয়ার্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যায়। এই আবহাওয়াই লুপার নামক পোকার উপদ্রবের জন্য আদর্শ সময়, বলছেন চা বিশেষজ্ঞরা। 

    একবার কোনও বাগানে লুপার পোকার উপদ্রব শুরু হলে, তা দু’ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বাগানে ছেয়ে যায়। ক্ষতি করে চা পাতার। তার সঙ্গে যদি দোসর হয় রেড স্পাইডার, তাহলে চা গাছের বৃদ্ধিতেও সমস্যা দেখা যায়। 

    এই অবস্থায় ডুয়ার্সের চা শিল্পে করুণ পরিস্থিতি তৈরি হয় বলে জানান টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর।তিনি জানান, ‘মে মাসে আরও গরম বাড়বে। তখন লুপার প্রতিটি চা বাগানে জাঁকিয়ে বসবে। সবচেয়ে বেশি প্রভাব দেখা যাবে চা উৎপাদনে। অন্যান্য সময়ের তুলনায়  প্রায় ২০ শতাংশ চা কম উৎপাদন হবে। এই পরিস্থিতি মোকাবিলা করতে চা বাগানে বিভিন্ন রকম উপায় অবলম্বন করা হয়। চিরাচরিত প্রথা মেনে চা বাগানে গাছের পাশে প্লাস্টিকের মধ্যে আঠা দিয়ে টাঙানো হয়। তাতে অনেক পোকার মৃত্যু হয়। কিন্তু সেটা খুব একটা ফলপ্রসু নয়। তাই চা গাছে মেডেইন, স্পাইরো মেসিপেন ও হ্যাক্সি থাইওক্স জাতীয় আধুনিক ঔষধ স্প্রে করতে হয়। এর ফলে এইসব পোকার উপদ্রব অনেকটা মোকাবিলা করা সম্ভব হয়। কিন্তু এই গরমে মাঝে মধ্যে বৃষ্টি হলেও, এই এলাকার চা গাছে বৃষ্টির জল ২-৩ ইঞ্চি দাঁড়িয়ে লাভ হয় না। পর্যাপ্ত বৃষ্টি না হলে, চা উৎপাদনে সমস্যা বাড়তে পারে।‘
  • Link to this news (আজকাল)