• বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবেডেস্ক: ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। বৃহস্পতিবার ভোর রাতে কিষাণ মন্ডল (৩১) নামে এক যুবক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। আচমকা বাইক বেসামাল হয়ে গিয়ে সোজা লাইট পোস্টে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, যুবকের মাথায় কোনও হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো যুবক প্রাণে বেঁচে যেতেন।

    উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা হাতিয়া এলাকার বাসিন্দা কিষাণ। যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বুধবার রাতে বিয়ে বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে মধ্যরাত্রে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ পরিস্কার করে কিছু এখনও জানায়নি। বিয়ে হয়েছিল অনেক আগে তবে স্ত্রী সঙ্গে থাকতেন না। বোন ও মা সঙ্গে থাকতেন কিষাণ। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন কিষাণ। 

    উল্লেখ্য, পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার দক্ষিণ বামনঘাটা এলাকায়। দুর্ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিষাণকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ যুবকের মোটরসাইকেল উদ্ধার করেছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)