ময়নাগুড়িতে বাস টার্মিনাসের হাল বেহাল, ক্ষিপ্ত ব্যবসায়ীরা
বর্তমান | ১৮ এপ্রিল ২০২৫
১৭ এপ্রিল, ময়নাগুড়ি: বড় ধরনের বিপদের আশঙ্কা ময়নাগুড়ি বাস টার্মিনাসে। অবস্থা এমন যে, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ময়নাগুড়ি শহরের বুকে নতুন বাজার অবস্থিত বাস টার্মিনাসের একটি ব্লকের ছাদের বিভিন্ন অংশ ফেটে একেবারে চৌচির। কঙ্কালের হাড়ের মতোই বেরিয়ে এসেছে লোহার কাঠামো। ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন বাস টার্মিনাসে দোকান নেওয়া ব্যবসায়ীরা।ক্ষিপ্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, ছাদে ফাটল দেখা দেওয়ায় দোকানের ভেতর বৃষ্টি হলে জল প্রবেশ করছে। বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাস টার্মিনাসে আসেন স্থানীয় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাস।জেলা পরিষদের তরফে জানানো হয়েছে, বাস টার্মিনাসের ব্যবসায়ীরা তাদের সমস্যা নিয়ে লিখিত জানাক। এর উত্তরে পাল্টা ব্যবসায়ীরা জানিয়েছেন, একাধিকবার জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু, এই বাস টার্মিনাস তৈরি হওয়ার পর আর রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে কোথাও ছাদের অংশ খসে লোহা বেরিয়ে এসেছে। আবার কোথাও পিলারের গা থেকে খসে পড়েছে সিমেন্ট।