• প্রবল ঝড়-বৃষ্টি! তীব্র বজ্রপাত, স্বস্তির জলে মৃত্যু ব্যক্তির...
    ২৪ ঘন্টা | ১৮ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়বৃষ্টি বেশি, এমনকী কয়েকটি জেলায় কালবৈশাখির মতো পরিস্থিতি। আর এরমধ্যেই বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম চন্দন ঘাটা। তিনি খড়গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগরে একটি ইটভাটার ম্যানেজার ছিলেন বলে জানা গিয়েছে। এদিন বিকেলে যখন ঝড়-বৃষ্টি হচ্ছিল সেই সময় তিনি ইটভাটার পাশেই একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় বজ্রপাত হয়।

    নিমেশের মধ্যেই তার শরীর ঝলসিয়ে দেয়। খবর পেয়ে ইটভাটার কর্মীরা ম্যানেজারকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বিকেল হতেই আবহাওয়ার হঠাৎ ভোলবদল। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি সাথে ব্যাপক শিলাবৃষ্টিও হতে দেখা যায়।  একনাগাড়ে চলতে থাকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি।

    তীব্র গরমের মাঝে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি বঙ্গবাসীর। তবে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় গ্রীষ্মের ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অপরদিকে, ঝড়ে দাসপুরের বৈকুন্ঠপুরে ঘাটাল - মেদিনীপুর রাজ্যসড়কের উপর একটি আস্ত গাছ পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন যানবাহন। স্থানীয়রা হাত লাগিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। স্বাভাবিক হয় যানচলাচল।

    চন্দ্রকোনা,দাসপুরের পর ঘাটালেও শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরু হয় মেদিনীপুর শহরেও। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানে। বর্ধমান শহর-সহ লাগোয়া এলাকায় বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সন্ধ্যের পর বৃষ্টি নামে। বৃষ্টির তোড়ে স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে। হাওড়ায় কালবৈশাখী ঝড়ের দাপট। হাওড়া শহর এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। শুরু হয় বজ্রপাত এবং প্রবল বৃষ্টি। তাপমাত্রা কমে যায় অনেকটাই। বাতাসে ঠান্ডা আমেজ।হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা। 

  • Link to this news (২৪ ঘন্টা)