• মুর্শিদাবাদে অশান্তির জের! সরিয়ে দেওয়া হল সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিকে
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে অশান্তির জের! সরিয়ে দেওয়া হল সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিকে। বদলে দুই আইসিকে সেই দায়িত্ব দেওয়া হল। সূত্র মারফত খবর, অপসারিত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত করা হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই আইসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সামশেরগঞ্জ থানার ওসির পদে ছিলেন শিবপ্রসাদ ঘোষ। তাঁর বদলে আইসি হিসাবে নিয়ে আসা হল সুব্রত ঘোষকে। তিনি এতদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে সুতি থানার দায়িত্বে ছিলেন বিজন রায়। তাঁর জায়গায় ইন্সপেক্টর ইনচার্জ হিসাবে নিয়ে আসা হয়েছে সুপ্রিয়রঞ্জন মাঝিকে। তিনি পূর্ব বর্ধমানের সদর ট্রাফিকগার্ডে কর্মরত ছিলেন। এদিকে, সুব্রতবাবুকে সামশেরগঞ্জে নিয়ে আসায় তাঁর জায়গায় ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন গোস্বামীকে।

    ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‘গুন্ডামি’তে পরিণত হয় মুর্শিদাবাদে। জঙ্গিপুর থেকে সেই ঝামেলা শুরু হয়ে ছড়িয়ে পড়ে জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের একাধিক এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় আধাসেনা। ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার-সহ একাধিক পুলিশকর্তা। হিংসার ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহে দুই থানার ওসিকে সরানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)