• বল ভেবে হাত দিতেই বিস্ফোরণ, মালদহে আহত ৫ শিশু, তুঙ্গে রাজনৈতিক তরজা
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
  • বাবুল হক, মালদহ: নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একাধিকবার অশান্ত হয়েছে মুর্শিদাবাদ। এই আবহেই বৃহস্পতিবার মুর্শিদাবাদের পার্শ্ববর্তী মালদহ জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। কালিয়াচক থানার বীরনগর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটা এই বিষ্ফোরণে গুরুতর জখম পাঁচ শিশু। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য। পাশাপাশি এই বিস্ফোরণের পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরনগর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এদিন দুপুরে সেই বাড়িতেই খেলা করছিল পাঁচ শিশু। তাদের মধ্যে এক শিশু বল ভেবে বোমা কুড়িয়ে ফেলে। এরপর সেটি মাটিতে আছাড় মারতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাঁচ শিশুই আহত হয়। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। তড়িঘড়ি তাদের সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

    বিস্ফোরণের খবর পেয়ে মালদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনের নেতৃত্বে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কোথা থেকে এই বোমা এল, তা এখনও জানা সম্ভব হয়নি। এলাকায় বোমা মজুত থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ দেখা গিয়েছে।

    বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির অভিযোগ, “সেই পরিত্যক্ত বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত রাখত। তৃণমূল বলেই দুষ্কৃতীদের ছাড় দিচ্ছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সি এই ঘটনার তদন্ত করুক।” অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখের বক্তব্য, ” নদী টপকে দুষ্কৃতীদের আমদানি করছে বিজেপি। ঝাড়খণ্ড, বিহারের দুষ্কৃতীরা এই এলাকায় গোপনে আশ্রয় নিয়েছে। “

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরই মধ্যে এখানে বিস্ফোরণের ফলে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)