• খাস কলকাতায় ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশে চাকরি দেওয়ার টোপ, গ্রেপ্তার এক
    প্রতিদিন | ১৮ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: ফের শহরে ভুয়ো কল সেন্টারের আড়ালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের হদিশ মিলল। এই ঘটনায় বুধবার গার্ডেনরিচ এলাকার একটি আবাসনে হানা দিয়ে সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রোহন আগরওয়াল। তিনি আদতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই আবাসনটির পাঁচতলাতে একটি ভুয়ো কল সেন্টার চালাত। কল সেন্টার থেকে সাধারণ মানুষকে ফোন করে প্রথমে বিদেশে চাকরির টোপ দেওয়া হত। তাঁদের জালে একাবার পা দিলেই বাড়ত বিপদ। এরপর জাল ভিসা তৈরির নাম করে ধাপে ধাপে টাকা সংগ্রহ করত তাঁরা।

    বুধবারের অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি নকল ভিসা, সিমকার্ড, জাল সিল, একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল প্রথমে ওই অফিসটিতে অভিযান চালায়। এরপর সেখান থেকে রোহনকে আটক করার পাশাপাশি বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তকে এ বিষয়ে জেরা করলে সে কোনও উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানোর কথা। এই ঘটনায় কোনও আন্তর্জাতিক চক্র জড়িত কি না, সে বিষয়টিও এখন পুলিশের আতস কাচের তলায় রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)