• স্কুলে-স্কুলে শিক্ষক সঙ্কট, একাদশের নম্বর জমা দেওয়ার সময় বাড়াল শিক্ষা সংসদ
    হিন্দুস্তান টাইমস | ১৮ এপ্রিল ২০২৫
  • ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে বহু স্কুলে। স্কুলের পঠনপাঠন তো বটেই, পরীক্ষার খাতা দেখা নিয়েও চাপ বাড়ছে অবশিষ্ট শিক্ষকদের। সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে। এই অবস্থায় স্কুলগুলির সমস্যার কথা ভেবে একাদশের দ্বিতীয় সেমেস্টারের নম্বর অনলাইনে জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে চলতি মাসের মধ্যে অনলাইনে নম্বর জমা দিতে হবে।


    উল্লেখ্য, চলতি বছর থেকে একাদশ শ্রেণির পরীক্ষার নম্বর অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। তবে সেই সময়সীমা আগেই পেরিয়ে গিয়েছে। এনিয়ে দুশ্চিন্তায় ছিল স্কুলগুলি। ফলে সময়সীমা বাড়ানোর জন্য তারা সংসদের কাছে আবেদন জানিয়েছিল। সেই আর্জি মেনেই সময়সীমা বাড়ালো সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে চলতি মাসের ৩০ তারিখে মধ্যে অনলাইনে নম্বর জমা দিতে হবে। স্কুলে শিক্ষক সংকটের আবহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তির ফলে কিছুটা স্বস্তি ফিরেছে শিক্ষক মহলে।

    এবিষয়ে স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি সংগঠনের বক্তব্য, চাকরি বাতিলের জেরে বহু স্কুলে শিক্ষক সঙ্কট দেখা গিয়েছিল। এনিয়ে সংসদের কাছে অনলাইনে নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনেই এই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল।

    প্রসঙ্গত, যে সময় প্যানেল বাতিল হয়েছে সেই সময় বহু স্কুলে পরীক্ষা চলছিল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষকরা গিয়ে পরীক্ষা নেন। তারওপর চাকরি বাতিলের ফলে বহু স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নেই। ফলে দ্বিতীয় সেমেস্টারের বিষয়ভিত্তিক খাতা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলিকে। শুধু তাই নয়, বহু স্কুলে তৃতীয় সেমেস্টারের ক্লাসও শুরু হয়নি শিক্ষকের অভাবে। এর পাশাপাশি, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের একটি অংশ উত্তপ্ত হয়ে ওঠে। যারফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ। এই কারণে এই জেলায় অনলাইনে নম্বর জমা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এসবের কারণে সময়সীমা বাড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)